স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী মুরাদুজ্জামান চৌধুরী জৈষ্ঠ কন্যা মুর্শেদা জামান চৌধুরী জামালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ইতিপূর্বে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংযুক্ত উপসচিব পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জামালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মুর্শেদা জামান চৌধুরী সিলেট শহরে লেখাপড়া করে চাকুরীতে যোগদান করেছিলেন। তিনি জেলা প্রশাসক পদ অলংকৃত করায় তার জন্মভূমি বিশ্বনাথে আনন্দ উল্লাস করা হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। মুর্শেদার অন্যন্যের সাফল্যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। অভিজ্ঞ মহলের মতে মুর্শেদা জামান সাফল্যের কারণে বিশ^নাথে মেয়ে শিক্ষার হার বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মুর্শেদা জামান চৌধুরী সিলেটে জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকে সারোয়ার হোসেন চৌধুরী আবদাল’র মামাতো বোন।