বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। যার কারণ অতিরিক্ত স্পীড, অভারটেকিং, অসাবধানতা আর বিভিন্ন কারণ। রাস্তায় স্পিড ব্রেকার থাকলেও অনেক সময় ড্রাইভারদের চোখে তা পড়েনা,বিশেষ করে রাতেবেলা। এর জন্য ড্রাইভার সহ সবাইকে সচেতন করতে ‘মানবতার ঘর’ এর উদ্যোগে মঙ্গলবার সারাদিনব্যাপি রাস্তার স্পিড ব্রেকারসমূহে সাদা রঙ করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলা কাজিরগাও, উজাইজুরি, মৌলভিগাও, দশপাইকা, নকিখালী রাস্তা হয়ে রামপাশা,বৈরাগী, সিংগেরকাছ বাজার, ভাটিপাড়া, খাগহাটা, টুকের বাজার পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ কার্যক্রমটি সম্পন্ন করেছেন মানবতার ঘর এর সদস্যবৃন্দ- ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, জাকির হোসেন, শায়েক খান, আলিম উদ্দীন, ফাহিম আহমদ ইমন, মোঃ ইসমাইল সহ প্রমুখ।
উক্ত কার্যক্রম পরিদর্শন করেন মানবতার ঘর এর উপদেষ্টা ফয়ছল খান।