চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও দুর্দান্ত ব্যাট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি।
দলীয় ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। এরপর অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে গড়েন ৯৩ রানের জুটি। ৬৪ রান করে ফিরেন তামিম। এরপর সাকিবের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহীম।
মুশির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ফিফটি। তবে অর্ধশত করার পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। রাইমন রেইফারের বলে সাজঘরে ফিরেন তিনি।
প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ২১৮ রান। মুশফিক ৪৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ রানে ব্যাট করছেন। সূত্র: ক্রিকবাজ
প্রতিনিধি