Home » প্রথমে প্রধানমন্ত্রীকে আগে টিকা নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রথমে প্রধানমন্ত্রীকে আগে টিকা নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

করোনা ভ্যাকসিনের ওপর মানুষের আস্থা নেই। তাই মানুষের এই সন্দেহ দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে টিকা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার ( ২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের মতে, ‘করোনার পরীক্ষা নিয়ে যে লুট সরকার করেছে, টিকা নিয়ে সরকার একই কাজ করছে। সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে লুট করা, দুর্নীতি করা।’

বিএনপি মহাসচিব মনে করেন, একটা অনির্বাচিত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে জবাবদিহি ছাড়া জোর করে ক্ষমতায় আছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে দলীয়করণ করেছে।

আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা কিনতে একটি বিশেষ কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে। একটা বেসরকারি প্রতিষ্ঠান মধ্যস্বত্বভোগী হয়ে কাজ করছে বলেই দেশে টিকার দাম বেড়ে গেছে। সরকার অত্যন্ত ভুল পথে যাচ্ছে। বেসরকারি খাতে টিকা আনতে দেওয়া যাবে না। সরকারের নৈতিক দায়িত্ব হলো টিকাসংক্রান্ত ভুল ঠিক করা।সূত্র: ইত্তেফাক

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *