Home » জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন ‘জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশন’।

<span;>এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রথম ধাপে উপজেলার  ৩টি ইউনিয়নে গরীব-অসহায়দের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।

<span;>ওইদিন বাদ জুহর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী বাজার, বাদ আসর সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এবং বাদ মাগরিব বিরশ্রী ইউনিয়নের মাসুমবাজারে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে কম্বল বিতরণ করা হয়।

<span;>দিনভর এসব প্রোগ্রামে উপস্থিত ছিলেন-জকিগঞ্জের উলামায়ে কেরামের সরে তাজ, জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশি বাজারের মুহতামিম ও শায়খুল হাদীস আব্দুল মুসাব্বির আইওরী সাহেব, জকিগঞ্জের উলামায়ে কেরামের অন্যতম মুরব্বি মাওলানা জাওয়াদুর রহমান সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, মুনশি বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জকিগঞ্জ উপজেলা নির্বাচনে সাবেক ভাইস চেয়ারম্যান প্রতিদন্ধী প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান, বিশিষ্ট রাজনীতিবিদ, শাহবাগ জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ সাহেব, তরুণ রাজনীতিবিদ, যুবনেতা মাওলানা রায়হান আহমদ, তরুন রাজনীতিক  ও শিক্ষাবিদ মাওলানা শিব্বির আহমদ, জনকল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ জালালী।
<span;>এছাড়াও জনকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্থরের দায়ীত্বশীল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

<span;>এদিকে আজ শুক্রবার সকাল ১১টায় জকিগঞ্জ পৌরসভার খলাছলড়া তিনটি ইউনিয়ন মিলিয়ে যৌথভাবে বাদ জুমআ মানিকপুর ইউনিয়নে,  বিকেল ৩টায় কাজলশাহ ইউনিয়নে এবং বাদ আসর কসকনকপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *