জালালাবাদ থানাধীন মেদেনী মহল সাকিনস্থ মেদেনী মহল মন্দিরের পশ্চিম উত্তর কোনে পতিত ভূমির উপর কয়েকজন লোক টাকার বিনিময়ে প্রকাশ্যে অবৈধ ভাবে জুয়া খেলিতেছে । উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় অফিসারসহ এএসআই(নিরস্ত্র) মোঃ মানিক মিয়া । উল্লেখিত ঘটনাস্থলে রাত ২৩:১০ ঘটিকার সময় পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দৌড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ তাদের আটক করে তারা হলেন ১। মোঃ হাছান মিয়া(১৮) পিতা-সিরাজ মিয়া, মাতা-মৃত মায়ারুন নেছা, সাং-পশ্চিমদর্শা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। মোঃ তাজ উদ্দিন(১৯) পিতা-আব্দুল বশির, মাতা-আজিরুন নেছা, সাং-সুকলামপুর, পোঃ-কামাল বাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মোঃ ইব্রাহিম আলী(২০) পিতা- ফিরোজ আলী, মাতা- দয়ারুন নেছা, সাং-বলাউড়া খালিগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৪। মারুফ আহমদ(১৮) পিতা-মখলিছ মিয়া, মাতা-সোনারা বেগম, সাং- তাজপুর, ১নং মোল্লারগাঁও ইউ/পি, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। মোঃ সাইদুল ইসলাম(২১) পিতা-মুকবুল আলী, মাতা- আসমা বেগম, সাং-পশ্চিমদর্শা, তালুকদার বাড়ী, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের । আটক আসামীদের হেফাজত হইতে (ক) ০১টি রেক্সিন প্লাস্টিকের ডিজিটাল প্রিন্টকৃত জুয়ার বোর্ড, যাহার মোট দৈর্ঘ্য ৩ ফুট ও প্রস্থ ২ ফুট। (খ) ০১টি রেক্সিন প্লাস্টিকের ডিজিটাল প্রিন্টকৃত জুয়ার বোর্ড, যাহার মোট দৈর্ঘ্য ৪ ফুট ও প্রস্থ ৩ ফুট, (গ) ০১টি বর্গাকৃতির কাঠের টুকরা যাহা ৪ সেন্টিমিটার করে বর্গাকার, ০৬টির পাশে পেরেগ ঢুকানো প্লাস্টিকের ছবিকৃত প্রিন্ট আটকানো, (ঘ) ০১টি টিনের কৌটা যাহার দৈর্ঘ্য ০৬ ইঞ্চি এবং প্রস্থ গোলাকার ০৪ ইঞ্চি ও (ঙ) জুয়া খেলার বোড হইতে নগদ সর্বমোট- ১০৪০/- টাকা উদ্ধার করে ১৪/০১/২০২১ খ্রিঃ তারিখ ২৩:৩০ ঘটিকায় উপরোক্ত ঘটনাস্থলে জব্দ করা হয়। পরবর্তীতে এই সংক্রান্তে এএসআই(নিঃ) মোঃ মানিক মিয়া বাদী হইয়া আটক ০৫ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৭, তাং-১৫/০১/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।
বার্তা বিভাগ প্রধান