এবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে (১০ জানুয়ারি) প্রকাশ হবে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড। স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামের মূল্য হবে ১০ টাকা করে। ডাটা কার্ডের মূল্য হবে ৫ টাকা। ১০ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এগুলো অবমুক্ত করবেন এবং ওইদিনই ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে এগুলো কিনতে পারবেন ডাকটিকিটপ্রেমীরা। এমনটাই জানালেন মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, ‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর কোনও কিছু আমরা জ্ঞাতসারে মিস করবো না। আমরা মুজিববর্ষ পালনের সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধুর শৈশবের কিছু পেলেও আমরা ওই ছবির গল্প খুঁজে নিয়ে টিকিট আকারে প্রকাশ করবো।’
তিনি জানান, ‘মুজিববর্ষ সম্প্রসারিত হয়েছে। ফলে বঙ্গবন্ধুকে নিয়ে আরও স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ আমাদের রয়েছে।’
জানা গেছে, বঙ্গবন্ধুর জীবনীর ওপর ১০০ ডাকটিকিট নিয়ে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যালবাম উদ্বোধন করেছেন বলে জানান মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আশা করছি আগামী সপ্তাহ থেকে অ্যালবামটি বিক্রি শুরু করতে পারবো। ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এই অ্যালবাম পাওয়া যাবে।’
অ্যালবামে প্রতিটি ডাকটিকিটের সঙ্গে বিবরণও থাকবে। এতে ওই ছবির নেপথ্যের গল্পটাও জানা যাবে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, অ্যালবামটির দাম হবে দুই হাজার টাকা। এরইমধ্যে ৫ হাজার অ্যালবামের ফরমায়েশ চলে এসেছে। ডাকটিকিট সংগ্রাহকরা অ্যালবামটি পেতে দারুণ আগ্রহী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২০১১ সালে বাংলাদেশ ডাকবিভাগ তিনটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। এর দুটির মূল্যমান ছিল ৫ টাকা করে। একটি ছিল ১০ টাকার। এগুলো প্রকাশ করা হয় গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। স্মারক ডাকটিকিটগুলো নিয়ে উদ্বোধনী খামও প্রকাশ করা হয়।
তিনটি ডাকটিকিটের একটিতে ১৯৭২ সালের ১০ জানুয়ারির বিখ্যাত জনসমুদ্রের ছবি, একটিতে স্বদেশের মাটিতে পা রাখার পর প্রিয় নেতাদের সঙ্গে কান্নারত বঙ্গবন্ধু এবং আরেকটি ডাকটিকিটে হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধুকে দেখা যায়। বাংলাদেশ ডাকবিভাগ প্রকাশিত ডাকটিকিটগুলোর ক্রমিক নম্বর যথাক্রমে ১০৩৩, ১০৩৪ ও ১০৩৫।
সূত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান