করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে আবারও তাণ্ডব চালাচ্ছে প্রাণনাশী কোভিড-১৯
যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার মানুষ।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সিলেটের স্বাস্থ্য বিভাগ যখন হিমশিম খাচ্ছে, ঠিক এমন সময়ে সিলেটে বাড়তি উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়ার করোনার ‘নতুন স্টেইন’ এবং সিলেটগামী যুক্তরাজ্যের অব্যাহত ফ্লাইট। তবে এ দুটি বিষয় সিলেটে আতঙ্ক বাড়ালেও এ অঞ্চলে এখন পর্যন্ত আাঁচ লাগেনি করোনার ‘সেকেন্ড ওয়েভ’র।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগায় এমন ছয় ধরনের করোনা (মিউটেশন বা রূপান্তরিত রূপ) মিলেছে যা এ পর্যন্ত বিশ্বের কোথাও পাওয়া যায়নি। সিলেটে তাই আতঙ্ক বেড়েছে। সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে নমুনা নিয়ে গবেষণা চালায় শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ।
বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, গবেষণায় তারা করোনার ৩০টি মিউটেশন লক্ষ্য করেন। এরমধ্যে ছয়টি শুধু বাংলাদেশেই রয়েছে। এ ছাড়া একটি মিউটেশন সিলেট ছাড়া কোথাও নেই।
শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, মানবিক দায়বোধ থেকে প্রায় দেড় কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ল্যাবে বসিয়ে আমরা গবেষণা শুরু করি। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্বের সর্বোচ্চ গবেষণাগারে পাঠালে তারাও একমত হয় এবং তাদের ওয়েবসাইটে প্রচার করছে।
এখন সিলেট ও মৌলভীবাজার থেকে সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং চলছে। আশা করি এ থেকেও অনেক তথ্য বেরিয়ে আসবে। এতে এ এলাকায় করোনা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া সহজ হবে।
ফরিদ উদ্দিন আরও বলেন, যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ সবচেয়ে বেশি হওয়ায় সিলেট অঞ্চলে নতুন স্টেইন ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবারও সিলেটে ফিরেছেন ২৮ লন্ডনি। এর আগে সোমবার ৪২ জন এসেছেন। এ ৭০ জনকে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সূত্র জানায়, শুধু গত ডিসেম্বরে লন্ডনসহ ইউরোপের বিভিন্ন শহর থেকে সিলেটে এসেছেন প্রায় দেড় হাজার প্রবাসী।
সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, লন্ডনে আলোচিত নতুন স্টেইন-এর সংক্রমণ বা লক্ষণ সিলেটে এখনো ধরা পড়েনি। ৭০ প্রবাসী কোয়ারেন্টিনে আছেন। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিনিধি