Home » বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব নিশারুল আরিফ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জানাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া/ডিবি) জনাব বি.এম. আশরাফ উল্লাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড স্পোর্টস) জনাব মোঃ সাইফুল ইসলাম সহ এসএমপি’র সকল থানার বিট অফিসারগন। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেয়া, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের থানা এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এসএমপি’র ০৬(ছয়) টি থানা এলাকায় মোট ৬৮ টি বিট কার্যকরী আছে। বিট পুলিশিং কার্যক্রমের ফলে প্রতিটি এলাকা, এলাকার অপরাধ প্রকৃতি এবং অপরাধী সম্পর্কে ধারণা লাভ করা যায়। এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, বসবাসকারীদের কৌশলগত অবস্থান, সন্দেহজনক লোকদের গতিবিধি, বিভিন্ন অপরাধের সংশ্লিষ্টদের সম্পর্কে দ্রুততম সময়ে সংবাদ প্রাপ্তি, মানবিক পুলিশিং সেবা, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং গতিশীল করণে এলাকাবাসী সম্পর্কে তথ্যভান্ডার সমৃদ্ধ হবে। এতে করে কোন অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট অপরাধী সনাক্ত করা সহজতর হবে এবং অপরাধ দমনে এবং উদঘাটনে পুলিশের রেস্পন্স টাইম কমে আসবে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশিং কার্যক্রম বেগবান হবে, জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং অপরাধ প্রতিরোধে জনগণের সহায়তার সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অপরাধ সমূহ হ্রাস পাবে। এজন্য সবাই মিলে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *