Home » ব্রাহ্মণবাড়য়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়য়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়য়ার নাসিরনগর উপজেলায় মামলার আসামি ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বৃস্পতিবার সকালে দ্রুত বিচার আইনে করা মামলার আসামি ধরা নিয়ে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে খাগালিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত যুবকের নাম কুদ্দুস মিয়া (৩০)। তিনি উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি মামলার বাদীর ছোট ভাইয়ের মেয়ের জামাই।

এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার অমরীদ বেগম (৪২), আলম চাঁন (৪০), অরজিনা বেগম (৩০), হাফিজুর রহমান (২৫), এনাম মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব আলীর সঙ্গে একই গ্রামের মহিবুল্লা গংদের জমি নিয়ে মামলা হয়েছিল ২০১৭ সালে। ২০২০ সালের ২ জানুয়ারি মামলার রায় পায় তৈয়ব আলী। স্থানীয় প্রশাসন জায়গার দখল বুঝিয়ে লাল নিশান টাঙিয়ে দেয়ার পর আসামিপক্ষ আবার জায়গা দখল করে। পরে বাদীপক্ষ গত নভেম্বর মাসের ৩০ তারিখ ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে নাসিরনগর থানায় মামলা করে।

গত মঙ্গলবার মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। মামলার আসামি ধরা কেন্দ্র করে বাদীপক্ষের ওপর হামলা চালায় আসামিপক্ষের লোকজন। এতে দুপক্ষের সংঘর্ষ হয়।

এ সময় আহত কুদ্দুস মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুজনকে আজ আদালতে জামিন দেয়া হয়। তারা হলেন- রাহিমা খাতুন ও আয়েশা খাতুন।

নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মামলাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *