সিলেটের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” ডু-ফর-গুড ” নামের সংগঠনের পক্ষ থেকে রবিবার ১৩ ডিসেম্বর সিলেট সহ সারাদেশের ন্যায় কনকনে শীতে পার্বত্য ভোর বেলা নগরী বিভিন্ন এলাকার গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষ গুলোর মধ্য – চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে আম্বরখানা, দরগা , কদমতলী এই পয়েন্ট গুলোতে অবহেলিত পথচারী মানুষদের মধ্যে ৮০ জন কে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৌষের আরম্বলগ্নে সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ জেলার শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন।
এইসময় উপস্থিত ছিলেন ” ডু-ফর-গুড” এর ফাউন্ডার মাহের ,মাদিয়ান ,সাধারণ সম্পাদক নিরভ ঘোস এছাড়াও উপস্থিত ছিলেন “ডু-ফর-গুড” এর সদস্য রিজবি, রাহাত, শাহরিয়ার, জয় প্রমুখ ।