অলি আহমেদ : বরগুনার বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেতাগী সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্জয় বেতাগী চত্ত্বরে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি করে। বেতাগী সরকারি কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান,শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধু বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।
বেতাগী সরকারি কলেজ বিএনসিসি নৌ প্লাটুন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোভার স্কাউটের অংশগ্রহণে বেতাগী বাজারে আগত ব্যক্তিদের মাঝে ২ হাজার পিচ মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয় ।
বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সচিব আব্দুল ওয়ালী হুমায়ুন কোভিদ এনামুল হক শাহীন মাসুদ সিকদার প্রমূখ। দোয়া পরিচালনা করেন প্রভাষক মাহাতাব উদ্দিন।