Home » জনগণের দোরগোড়ায় গ্রাম আদালত সেবা পৌঁছে দিতে হিসাব সহকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ :এম কাজী এমদাদুল ইসলাম

জনগণের দোরগোড়ায় গ্রাম আদালত সেবা পৌঁছে দিতে হিসাব সহকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ :এম কাজী এমদাদুল ইসলাম

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, জনগণের দোরগোড়ায় গ্রাম আদালত সেবা পৌঁছে দিতে হিসাব সহকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি গ্রাম আদালতকে কার্যকর করতে মানানীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সকলকে স্মরণে রেখে গ্রাম আদালত আইন এবং বিধিমালা অনুসরণ করে যথাযথ ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক ১২ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেটে বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে জেলা প্রশাসন সিলেট এবং স্থানীয় সরকার বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের (৩য় ব্যাচের) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহামান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর শাহিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।

উল্লেখ যে, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় প্রকল্প মাধ্যমে নিয়োগ প্রাপ্ত গ্রাম আদালত সহকারীরা হিসাব সহকারীদের নিকট দায়িত্ব হস্তান্তর শুরু করেছে।

সিলেট জেলার গোলাপগঞ্জ এবং চাঁদপুর জেলার শাহরাস্তী, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ এবং কচুয়া উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ তিন দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *