Home » সিলেটে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব) মো. আব্দুর রহিম বলেছেন, প্রশিক্ষণলব্দ জ্ঞান দেশের প্রাণীসম্পদ বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। দুধ উৎপাদন বৃদ্ধিতে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রাণীজ সম্পদ বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণকে জনসম্পদে রুপান্তর করতে হবে। গ্রামের মানুষকে সচেতন করতে হবে। খামারিদের গাভীকে নিজে তৈরি করে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা উচিত। গবাদি পশুর থাকার ব্যবস্থাপনা, খাবার ও রোগবালাই সম্পর্কেও তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। খামারিদের প্রশিক্ষিত করে তুলতে হবে, খামারিদের যদি উপযুক্ত প্রশিক্ষণ না থেকে তাহলে তারা পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হতে পারেন।
১২ ডিসেম্বর শনিবার দুপুরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সিলেটে যুব প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের কো-অর্ডিনেটর এস এম মুজিবুল হক, সিলেট জেলা দুগ্ধ খামার এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *