Home » কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : মাঠে নামছে সিলেট আ.লীগ

কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : মাঠে নামছে সিলেট আ.লীগ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে মিছিল সহকারে আসার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোটেক লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। পরে রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

মিছিল ও সমাবেশের বিষয়টি শুদ্ধবার্তা টুয়েন্টিফোরডটকম-কে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *