সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৭ (সতের) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়। ৩০/১১/২০২০খ্রিঃ সন্ধ্যা অনুমান ৭:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ আকবর হোসেন, এএসআই(নিঃ)১৩৬ দুলাল মিয়া, এএসআই(নিঃ)/৬৯৬ ভূলন চন্দ্র দেব, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/১৬৬৬ রনি তালুকদার, কনস্টেবল/১১২৭ আব্দুল আহাদ, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রাজা জিসি হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা- মৃত আঃ রহিম, মাতা- আম্বিয়া খাতুন, সাং- সদরগড়, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- নউজ্জার বস্তি, বাবনা পয়েন্টের কাছে, ভার্তখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১৭ (সতের) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি, মাদকসহ বিভিন্ন অপরাধকর্মের সহিত সে জড়িত। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে ১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফ আই আর নং-২৫/১৪৮, তারিখ- ২৩ মে, ২০১৯; জি আর নং-১৪৮/২০১৯, তারিখ- ২৩ মে, ২০১৯; সময়- ১০.৩৫ ঘটিকায় ধারা- ৩২৮/৫১১ পেনাল কোড-১৮৬০ মামলাটি রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।