সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে ৬টি নতুন গাড়ি হস্তান্তর করা হলো।
অদ্য ৩০/১১/২০২০খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এসএমপি’ পুলিশ লাইন্সে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয় এসএমপির বিভিন্ন ইউনিটের অফিসারদের মধ্যে ০২টি মাইক্রোবাস এবং ০৪টি প্রাইভেট কারসহ মোট ০৬টি গাড়ি হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কশিনারগণ, সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।