নিজস্ব প্রতিবেদন: সিলেটে প্রথমবারের মতো হবে ‘দৌড় প্রতিযোগিতা’। পুরস্কারের জন্য সিলেট নগরীতে আগামী ৪ ডিসেম্বর দৌড়াবেন শতাধিক কিশোর-বৃদ্ধ।জানা গেছে ম্যারাথনটি নগরীর ৪ ডিসেম্বর (শুক্রবার) ক্বিন ব্রিজ এলাকা থেকে ভাের ৬ টায় শুরু হয়ে নগরীর শেখঘাট পয়েন্ট- রিকাবীবাজার-নয়াসড়ক পয়েন্ট- শাহী ঈদগাহ- বড়বাজার খাসদবির হয়ে এয়ারপাের্ট রােডের চা বাগানের রাস্তা ঘুরে এসে লাক্কাতুরাস্থ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে শেষ হবে। ম্যারাথনে আয়ােজকরা ২ টি বিভাগ করেছেন। হাফ ম্যারাখন ও ৭.৫ কিমি রান। এর পাশাপাশি ৭.৫ কিলােমিটারে সিনিয়র বিভাগ, যেখানে পুরুষ-নারী পঞ্চাশোর্ধ বয়সী বিজয়ীদের জন্য আলাদা পুরষ্কারের ব্যবস্থা থাকছে।
সিলেটে প্রথমাবরের মতো ‘ব্র্যান্ডসল্যান্সার সিলেট হাফ ম্যারাথন-২০২০’ নামে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে সারা দেশের স্বনামধন্য শতাধিক দৌড়াবিদ অংশগ্রহণ করছেন। সর্বোচ্চ ৭০ বছর বয়সী আর সর্বনিম্ন ১৩ বছর বয়সী দৌড়বিদ এই আয়ােজনে অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।