অনলাইন ডেস্ক : ইরানের শীস্থস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় ইসরাইল জড়িত বলে জানিয়েছে মার্কিন একটি গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর প্রকাশ করেছে।
ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালে একটি অনুষ্ঠানে ইরানবিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিজাদেহর নাম বারবার উল্লেখ করেছিলেন।
সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন- স্মরণ রাখবেন, নামটি হচ্ছে ফাখরিজাদেহ।
তখন থেকেই ফাখরিজাদেহকে টার্গেট করে ইসরাইল। শেষ পর্যস্ত টার্গেটে সফল হয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানি বিজ্ঞানী হত্যার ঘটনা ইসরাইলি গোয়েন্দা সংস্থার এটিই প্রথম নয়। এর আগে গত ১০ বছরে আরও চার ইরানি বিজ্ঞানীকেও গুপ্ত হত্যা করেছে মোসাদ।
প্রসঙ্গত, ইরানের উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ শুক্রবার সন্ধ্যায় তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন।
বিবিসি জানিয়েছে, দামাভান্দ এলাকার আবজার্দে ইরানি এ পরমাণু বিজ্ঞানীর গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর আহত মহসেনকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি।
২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চার পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরান শুরু থেকেই এসব হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে আসছে।
প্রতিনিধি