সিলেট মাধ্যমিক ও উচ্চ মাদ্যমাক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. রমা বিজয় সরকার। তিনি তিতুমীর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তাকে সিলেট বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
সিলেট শিক্ষাবোর্ডে চেয়ারম্যানের পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিলো।
প্রতিনিধি