মেহজাবীন চৌধুরীর গায়ে সাদা ড্রেস, কোমরে হলুদ বেল্ট। ‘ইয়া.. হু…’ শব্দে প্রকম্পিত করছেন মাঠ! সকাল থেকেই চলছে এই অভিনেত্রীর এমন কুংফু কারাতে প্রশিক্ষণের কর্মযজ্ঞ। কারণটা কী?
উত্তর জানালেন পরিচালক কাজল আরেফিন অমি।
চলছে নতুন নাটক ‘ভাইরাল গার্ল’-এর শুটিং। যার পুরো গল্পটিই মেহজাবীনকে ঘিরে।
নির্মাতা অমি বাংলা ট্রিবিউনকে এর গল্প সম্পর্কে বললেন, ‘একটা ভাইরাল মেয়ের গল্প এটি। সে খুবই স্বাধীনচেতা। তার লাইফস্টাইলেই আছে কুংফু, বাস্কেটবল, জিম, কালচারাল ইভেন্ট- সবই। মেয়েটা একটি ফাইভ স্টার হোটেলে জব করে। কোনও একটি বিশেষ কারণে সে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরের গল্পটি আমরা দেখবো।’
আজ (২৪ নভেম্বর) থেকে ধানমন্ডিতে এর কাজ শুরু হয়েছে। শুটিং চলবে তিন দিন।
এর চরিত্রগুলো নিয়ে ওমি আরও বলেন, ‘এখানে মেহজাবীনের চরিত্রই প্রধান। আরও কয়েকজন সিনিয়র-জুনিয়র শিল্পী আছেন। তবে কেন্দ্রীয় চরিত্রটি মেহজাবীনই টেনে নিয়ে যাবেন।’
জানা যায়, একটি বেসরকারি টিভি ও ইউটিউব চ্যানেলের জন্য নাটকটি নির্মিত হচ্ছে।
২০২১ সালের ১ জানুয়ারি এটি অবমুক্ত হবে।
বার্তা বিভাগ প্রধান