অনলাইন সংস্করণ: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৭ লাখ ৭৩ হাজার ৪৭৯ জন।
এই সময়ে মারা গেছেন ৫২০ জন। এখনও পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭ হাজার ৯৯২ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৮১ লাখ ৬৩ হাজার ৫৭২।
গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭১৯ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বুলিটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশ মারা গেছে মহারাষ্ট্রে। দেশটিতে মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।
ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। তবে এখনও আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। তারপর ক্রমান্বয়ে রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত ৪ লাখ ২৪ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ৩ লাখ ৮৫ হাজার সুস্থ হয়েছেন। মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়িয়েছে।
প্রতিনিধি