অনলাইন ডেস্ক :নেইমারের সামনে ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি
। লেস হারবিয়েরসেকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের ঘরোয়া ফুটবলের ‘ট্রেবল’ জিতল দলটি। পায়ে অস্ত্রোপচারের পর এই প্রথম ডাগআউটে আসেন নেইমার।
ফরাসি ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। এই মৌসুমে ফরাসি লিগ কাপ ও লিগ ওয়ানের শিরোপা আগেই জিতেছে দলটি।
এদিন ২৬তম মিনিটে গোল পায় পিএসজি। মিডফিল্ডার থিয়াগো মোত্তার বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জালে জড়ান লো সেলসো।
প্রথমার্ধে কাভানিরা তিনবার বারের কারণে গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে কাভানির শট পা দিয়ে রুখে দেন ফরাসি গোলরক্ষক মাথিউ। এর ভেতর এমবাপে বল জালে পাঠিয়েছিলেন।
কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করে হ্যান্ডবলের বাঁশি বাজান।
পিএসজি দ্বিতীয় গোলের দেখা পায় পেনাল্টি থেকে। ৭৪তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি।
ডি-বক্সে গোলরক্ষক তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।