Home » যুদ্ধ বন্ধের চুক্তিতে আর্মেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

যুদ্ধ বন্ধের চুক্তিতে আর্মেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

অনলাইন সংস্করণ: আর্মেনিয়ার সরকার আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বুধবারও দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে। খবর আলজাজিরার।

শান্তিচুক্তির শর্তগুলো শোনার পর পরই ক্ষোভে রাস্তায় নামেন আর্মেনিয়ানরা। রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সরকারি দফতরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

শান্তিচুক্তি সইয়ের পর পাশিনিয়ান বলেছেন, শান্তিচুক্তিতে সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো। এ চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষতির মুখে শান্তিচুক্তিতে সই করে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নেয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি।
নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ২৭ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।

এবারের যুদ্ধে আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *