Home » পুলিশ সদস্য সফি আহমেদ এর সার্বিক সহযোগিতা কুলাউড়ায় সেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান

পুলিশ সদস্য সফি আহমেদ এর সার্বিক সহযোগিতা কুলাউড়ায় সেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান

পুলিশ সদস্য সফি আহমেদ এর জন্মদিন উপলক্ষে সেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান কর্মসূচি সফলঃ-
পুলিশ সদস্য সফি আহমেদ এর সহযোগিতায় বীরHero মানবিক টিম ও social care of nation এর আয়োজনে কুলাউড়ায় সেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান করা হয়।

০২ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখে বেলা ১১ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কুলাউড়া থানার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে সকাল ১১ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক ভাবে ১০০ জন মানবিক মানুষ সেচ্ছায় রক্ত দান করেন এবং ১২০ জনের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। তিনি বলেন উক্ত অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হওয়ায় কুলাউড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ।

কেন কুলাউড়াবাসী সেচ্ছায় রক্ত দান করছেন জানতে চাইলে পুলিশ সদস্য সফি আহমেদ বলেন আমি চাকুরী করি সেই সুবাদে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত হওয়ায় প্রতিদিনই কুলাউড়ার অনেক রোগী রক্তের প্রয়োজন নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। সিলেট থেকে সেই সব রোগীর রক্ত যোগান দেয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে।

যদিও কুলাউড়ায় প্রচুর মানুষ সেচ্ছায় রক্ত দিতে আগ্রহী, কিন্তু কুলাউড়া থেকে জরুরী প্রয়োজনে রক্তের ডোনার ম্যানেজ করে সিলেটে নিয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ।
তাই আমরা আপনাদের সুবিধার্থে কুলাউড়ায় প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও ফ্রী রক্ত গ্রুপিং এর আয়োজন করবো। তিনি আরও বলেন আমাদের কাজ শুধু রক্ত ম্যানেইজ করে দেওয়া নয়। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি, সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা।
আয়োজনটির সার্বিক তত্বাবধানেঃ মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র, সিলেট।
উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন
সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন, সিলেট, রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন-কুলাউড়।
প্রত্যাশা সামাজিক সংগঠন কস্করপুর,কুলাউড়া, রক্ত দান সামাজিক সংগঠন হিঙ্গাজিয়া, (বৃহত্তর কুলাউড়া)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *