কবিতাটি লিখেছেন: আনোয়ার হোসেন
তুমি অজস্র বিন্দুর বিরহ মিলন
তুমি কাঙ্ক্ষিত শ্রাবণের প্রথম বৃষ্টি
আমার সীমাহীন দৃষ্টির জানালা—
নিশিতে উকি দেয়া নিষিদ্ধ আহবান থমকে দাঁড়ায়
তোমার ঐ মায়াবী দৃষ্টির তীরে।
তুমি বিরস কল্লোলের ধ্বনির ন্যায়
বেজে ওঠা উন্মাদ বাঁশরী,
তুমি নিক্কন, চঞ্চল বিহঙ্গের উদ্দেশহীন গন্তব্য—
আমার কবিতার ক্যানভাস।
তুমি নিদ্রাহীন তন্দ্রা, পূণিমার তিথি
তুমি ছন্দহীন কাব্য, পালবিহীন তরী
আমার উন্মাদ শিহরণ, চৈতালি হাওয়া—
আমার একাকী অবসর বিকেল।
তুমি অনাকাঙ্ক্ষিত প্রবেশ, আমার নিজস্ব অস্থিত্ব- এ
আমার চেতনার ভিতরে হারিয়ে যাওয়া অতীত,
স্বপ্নের ঘোরে তুমি বার বার ছোঁয়ে যাও—
আামার ভালোলাগার আঙ্গিনা, আমার মুক্ত ক্যানভাস।