সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ বাজারের কাঁচাবাজার সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত লাশের বসয় আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
তবে পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী।
প্রতিনিধি