সিলেটের গোলাপগঞ্জে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের (ঠাকুর মিয়া) মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।