সিলেট এমসি কলেজ এলাকায় পুলিশ বক্স ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সদর উপজেলার টুলটিকর ইউনিয়নবাসী। এলাকার লোকজনের পক্ষে রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বরাবরে এ আবেদন প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে সিলেটের এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও পাশর্^বর্তী এলাকায় ধর্ষন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও রাহাজানিসহ বিভিন্ন রকম অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপ ঘটে আসছে। যার ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সিটি করপোরেশনের আওতাধীন ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের নাগরিক দলমত, জাতিধর্ম নির্বিশেষে এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। এমসি কলেজ ও পাশর্^বর্তী এলাকায় অপরাধ নির্মূলে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ও উক্ত এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, টিলাগড় পঞ্চায়েত কমিটির সদস্য শফিউর রহমান সোলেমান, মণিপুরী আখড়া কমিটির সহ সভাপতি চন্দ্রশেখর বদর, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আবদুস সালাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এস আর সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভি, সহ সভাপতি এনায়েতুল বারী মোর্শেদ, টুলটিকর সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কয়সর রশিদ, টিলাগড় মসজিদ কমিটির সদস্য মোয়াজ্জেম বখত জেম, ভাটাটিকর যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান শিপলু প্রমুখ।
প্রতিনিধি