শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
দ্বিতীয় ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দুই বিভাগে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের আট প্রতিযোগী। সোমবার রিকার্ভে রোমান সানা, তামিমুল ইসলাম ও নাসরিন আক্তার এবং কম্পাউন্ডে সেমিফাইনালে লড়বেন অসীম কুমার দাস, মিলন মোল্লা, আবুল কাশেম মামুন, রোকসানা আক্তার ও বন্যা আক্তার। সৌদি আরবের প্রতিযোগীকে লড়াই করে হারিয়ে সেমিফাইনালে ওঠা তামিমুল বলেছেন, ‘আগেই বুঝতে পেরেছিলাম সেমিফাইনালে ওঠা কঠিন হবে। তবে প্রস্তুতি ভালো ছিল। আরও এগিয়ে যেতে চাই।’ রিকার্ভে মেয়েদের ইভেন্টে নাসরিন আক্তার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। তাজিকিস্তানের প্রতিযোগীকে হারিয়েছেন তিনি।
বার্তা বিভাগ প্রধান