Home » সিলেটে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

সিলেটে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কুমিল্লার জেলার বুড়িচং থানাধীন জিয়াপুর রাইচ মেইল বাড়ী গ্রামের মোবারক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার দোহার থানাধীন চর নাটাখোলা গ্রামের হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, গ্রেফতারকৃতরা চাকরিপ্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান খুলেছে। এছাড়াও চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *