Home » দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

গত সোমবার রাতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে গঞ্জালেজকে চপেটাঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। মাঠ ছাড়ার সময়ই চতুর্থ রেফারিকে বর্ণবাদের অভিযোগের কথা জানিয়েছিলেন তিনি। পরে টুইটারেও পোস্ট করে গঞ্জালেজের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান। যদিও মার্শেই ডিফেন্ডার গঞ্জালেজ নেইমারের দাবি অসত্য বলে মন্তব্য করেছেন। তবে অসদাচরণের দায়ে শাস্তি পেতে হলো নেইমারকে। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সে ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চড় মেরে বসেন তিনি।সে সময় রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আগামী রোববার নিসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *