Home » করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬১৫

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬১৫

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া এক দিনে করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ৬১৫ জনের। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ জনে। আর মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *