প্রেমহীন মৃত হৃদয়
যে জলের কোনো গতি নেই,
তার দোযখময় দু:খের খবর কেউ রাখে না।
তার মতো কখনই হতে চাই না আমি,
নিশ্চল, গতিহীন জীবন আমার ভাল্লাগে না।
যে জমি থাকে অনাদরে অনাবাদী,
তার দুর্বার দু:খের কোনও শেষ নেই।
তার মতো কেন হতে যাবো আমি?
অনাবাদী , ঊষর জমি বরাবরই অপছন্দ আমার।
যে আকাশে লাল একেবারেই অনুপস্থিত,
তার দু:সহ দু:খ দেখাবার কোনও জায়গা নেই।
তার মতো হওয়ার ইচ্ছে নেই আমার,
লালহীন মলিন আকাশ কিছুতেই টানে না আমাকে!
যে হৃদয়ে প্রেম নেই,
সে হৃদয়ের দ্রুপদী দু:খ ভাগ করে নেবার নেই কেউ।
তাই তার মতো হতে চাই না কখনই,
প্রেমহীন মৃত হৃদয় যমুনার জলে
ভাসিয়ে দিতে একটুও ভয় নেই আমার।
দিলীপ রায়,
কবি পরিচিতি
প্রভাষক, গণিত
মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট।