সিলেট জেলা যুবলীগ নেতা, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহানগর দায়রা জজ আদালতের এপিপি মো. আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। উপসর্গ দেখা দেয়ায় এডভোকেট আলমগীর বুধবার শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা দিয়েছিলেন।
করোনা পরিস্থিতির শুরু থেকে এডভোকেট আলমগীর সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করে আসছিলেন। আক্রান্ত হওয়ার আগেও তিনি ত্রাণ বিতরণ কাজে অংশ নেন।
এডভোকেট আলমগীর জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
প্রতিনিধি