নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির অভিযোগ এনে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পরবর্তী সময়ে এ ঘটনায় তদন্ত কমিটির ফলাফল হাতে এলে মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
প্রতিনিধি