Home » জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২

জালালাবাদ থানার জিডি নং-৭২০,তাং-১৭/০৮/২০২০খ্রিঃ মূলে নিখোঁজ ভিকটিম একজন কিশোরী (১৪) কে অত্র জিডির অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই(নিঃ)/কাজী জামাল উদ্দিন গত ০২/০৯/২০২০খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন শাহজালাল (রহঃ) মাজার হইতে উদ্ধার করেন। উদ্ধার পরবর্তী ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে, তাহাকে আসামী ১। সাদিকুর রহমান (২২), পিতা-মৃত আঃ মালিক, সাং-মইয়ারচর, থানা-জালালাবাদ, জেলা-সিলেট গত ১৬/০৮/২০২০খ্রিঃ দুপুর ০১:৩০ ঘটিকার সময় অপহরন করিয়া একজন মহিলার বাসায় রাখিয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে গত ১৬/০৮/২০২০খ্রিঃ তারিখ হইতে ০১/০৯/২০২০খ্রিঃ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে।

এই সংক্রান্তে ভিকটিমের পিতা আব্দুর নুর বাদী হইয়া থানায় অভিযোগ দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০১, তাং-০৩/০৯/২০২০খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৭/৯(১)/৩০ রুজু করা হয়। বর্ণিত মামলা রুজু হওয়ার পরপরই জনাব মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সহযোগীতায় ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/কাজী জামাল উদ্দিন সহ জালালাবাদ থানা পুলিশের একটি চৌকস টিম সারারাত অভিযান পরিচালনা করিয়া অদ্য ০৩/০৯/২০২০খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকা হইতে মামলার আসামী ১।

সাদিকুর রহমান (২২), পিতা-মৃত আঃ মালিক, এবং সহায়তাকারী মহিলা (৪৩) কে গ্রেফতার করা হয়। ভিকটিম বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে এবং গ্রেফতারকৃত আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *