Home » যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন। যা এখন পর্যন্ত সব দেশের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এমনকি সংক্রমণের দিক দিয়েও সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

তবে ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৫ লাখ ৬০ হাজার ২৮৯টি। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৯৯৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। দুই শতাধিক দেশে ইতোমধ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত সংক্রমণে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৯৮১। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬৯ জন।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। ওই অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫ হাজার ৮৬৬। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৯৩৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২৩ হাজার ২৫৮ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার ৯৪৭। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৮৫৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ১৬ হাজার ৮৩ জন।

এছাড়া ফ্লোরিডা, নিউইয়র্ক, জর্জিয়া, ইলিনয়েস, আরিজোনা, নিউ জার্সি, নর্থ ক্যারোলিনা এবং টেনেসিতে এখন পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি। তবে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার ২১ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *