Home » সিলেট মেজরটিলায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা

সিলেট মেজরটিলায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা

নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ফিজা এন্ড কোং মেজরটিলার আউটলেটক শাখাকে এক লাখ টাকা ও একই এলাকার শাহজালাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব ৯ এর একটি টিম।

সুত্র জানায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই এলাকায় অবৈধ ওষুধ বিক্রির দায়ে শাহজালাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *