কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ০২ জন ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ধারালো ছুরি এবং ০১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করে। অদ্য ২৫/০৮/২০২০খ্রি: তারিখ রাত্র অনুমান ০১.২০ ঘটিকার সময় কতিপয় দূস্কৃতিকারীগন কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপাড় অনুরাগ হোটেলের পূর্বপার্শ্বে রাস্তার উপর জনৈক মোঃ রুবেল (৩৫) পিতা- সায়েদ মিয়া মাতা- রেনু বেগম, গ্রাম-ঝিগলী থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ বর্তমান: গ্রাম- মেজরটিলা (সৈয়দপুর সোয়েব মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে ধারালো চাকু দিয়া ভয়ভীতি প্রদর্শন করত: ত্রাস ও আতংক সৃষ্টি করিয়া তাহার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট জোরপূর্বক ছিনাইয়া নেওয়ার চেষ্টাকালে ভিকটিম ও স্থানীয় লোকজনের সহায়তায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্ত্র)/আকবর হোসাইন ভ‚ইয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ
১। আব্দুল করিম ,সাকিব সাকিবুল হাসান ,হীরা (৪২) পিতা-মৃত আব্দুল গফ্ফার ,আব্দুল জব্বার মাতা- ফাতেমা বেগম, স্থায়ী: গ্রাম- তোপখানা (সুরমা ভ্যালী-১০৫) থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, বর্তমান: গ্রাম- খাদিমপাড়া (বিআইডিসি রোড টেইলার্স মানিক শুকুরের বাড়ী) থানা- শাহপরাণ (রঃ) জেলা-সিলেট।
২। ইমান আলী মামুন মিয়া (৩০) পিতা-আব্দুল খালিক, মাতা-সাহেরা বেগম, গ্রাম- সিরাজনগর (বাহুবল) থানা- শাহপরাণ (রঃ) জেলা-সিলেট দেরকে গ্রেফতার করেন। এসময় তাহাদের হেফাজত হইতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ধারালো ছুরি এবং একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার বিষয়ে মোঃ রুবেল (৩৫) বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫২, তাং-২৫/০৮/২০২০খ্রিঃ, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯ রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এছাড়া গ্রেফতারকৃত আসামী আব্দুল করিম ,সাকিব সাকিবুল হাসান হীরা (৪২) বিরুদ্ধে
১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানা ও ছাতক থানায় ০২ টি মামলা।
২। এসএমপি এর এয়ারর্পোট থানায় ০১টি মামলা রয়েছে।