Home » সিলেট আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

সিলেট আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে সিলেট নগরীরর হোটেল সবুজ বিপনী থেকে ৭ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।

পুলিশ জানায়, গতকাল বুধবার (১৯ আগস্ট) কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেট নগরীর হোটেল সবুজ বিপনীতে আকস্মিক অভিযান পরিচালনা করে।

এ সময় অনৈকতিক কাজে লিপ্ত অবস্থায় ৫ নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।

আটক দুই পুরুষ হচ্ছে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার নারকিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস (৩৪) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাদরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া (২৩)। তবে আটক পাঁচ মহিলার নাম জানায়নি পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম মিঞা জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *