এই বাংলার পথে প্রান্তরে লাল-সবুজে তুমি আছো,
এই বাংলার কবিতা-গল্পের অক্ষরে তুমি আছো।
তুমি আছো আকাশে- বাতাসে- গভীর বিশ্বাসে,
তুমি আছো এ দেশের দুঃখের শত ইতিহাসে।
পঁচিশে মার্চের কালরাতের অসহায়ের আর্তনাদে
তুমি আছো এই এখানে বারুদগন্ধী দিন রাতে।
আর ? আর তুমি আছো রক্তাক্ত আগষ্টের শোকার্ত
দিনরাতে তোমারই সন্তানদের অবুঝ হা-হুতাশে।
কেবল আগষ্টের শোকেই তুমি তো নও সীমাবদ্ধ!
তুমি রয়েছো রবি ঠাকুরের অমর কবিতায়
যার নাম তুমি-ই দিয়েছিলে জাতীয় সঙ্গীত করে!
তুমি রয়েছো কবি নজরুলের জাতীয় কবির তুমুল
খ্যাতি জুড়ে কঠিন বিদ্রোহী কবিতায় শব্দের ছন্দে।
তুমি রয়েছো এই বাংলার ধানখেতের চিকন আলে,
তুমি রয়েছো পালতোলা নৌকার অচিন মাঝির পালে
অজানা গানের সুরহারা তালে ভুল-বেভুল নিভৃত মনে।
নির্বাহী সম্পাদক