জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৫ই আগস্ট সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ জিন্দাবাজার থেকে শোক রেলী শুরু করে জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলা সভাপতি মোঃ সাদিকুর রহমান,মহানগর শাখার সভাপতি বিমল দাস, জেলা শাখার সহ-সভাপতি মামুনুর রহমান, হাফিজ ফখরুল আমিন,মোঃআলাজুর রহমান,আব্দুর রহিম শামীম,সাজ্জাদুর রহমান,আনোয়ার হোসেন রাজু,শেখ মোঃ নাদির,সাধারণ সম্পাদক ইমন আহমদ পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম,শামীম আহমদ,সামাদুল ইসলাম অপু ,মোজাম্মিল আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব তানভীর, ইমাম হোসেন ডালি,মশকুর আহমদ,মিহাদ আহমদ, মুমিন আহমদ,সিয়াম চৌধুরী,জাকারিয়া আহমদ,ইমন আহমদ,ফাহিম আহমদ,জেবুল আহমদ,মিজান আহমদ,জুবের আহমদ রুদ্র দে,দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মারজুল আলম লিটু,গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ জয়, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাবের আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হুসাইন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক লিটন চন্দ্র, দপ্তর সম্পাদক আব্দুল বাসির,প্রচার সম্পাদক মনজুর আহমদ,সহ প্রচার সম্পাদক জসিম আহমদ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশরাফ আলী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুন্না আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সদস্য খালিক মিয়া,জুনেদ আহমদ,মিজান, শাকিল,নিউটন প্রমুখ।
শোক রেলী ও পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নির্বাহী সম্পাদক