Home » মোগলাবাজার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ গ্রেফতার

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ গ্রেফতার

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার ১১/০৮/২০২০খ্রিঃ দুপুর অনুমান ০১:১৫ ঘটিকায় মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার জনাব পলাশ রঞ্জন দে মহোদয়ের নের্তৃত্বে অফিসার ইনচার্জ জনাব মো: ছাহাবুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ফরিদ উদ্দিন খাঁন এবং এসআই(নিঃ) সমীরন সিংহ সঙ্গীয় ফোর্স সহ মোগলাবাজার থানাধীন হরগৌরি সাকিনে সজল কুমার দাসের ভাড়াটিয়া কয়েস আহমদ এর ঘরে অভিযান পরিচালনা করে বিমল মালাকার(৩৭) পিতা: মৃত রঙ্গেস মালাকার, সাং কন্দিয়ারচর, থানা: মোগলাবাজার, সিলেট এবং কয়েছ আহমদ (৪০) পিতা: মাহমুদ আলী, সাং মির্জাপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেটদ্বয়ের হেফাজত হইতে ০১কেজি ৫৪০গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ ১২০১০/- টাকা সহ বিমল মালাকারকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত কয়েছ আহমদ পুলিশের উপস্থিতি টের পাইয়া ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালাইয়া যায়। এতদ্ সক্রান্তে মোগলাবাজার থানার মামলা নং ০৭/১১১, তাং- ১১/০৮/২০২০খ্রিঃ ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(ক)/৪১ রুজু করিয়া ধৃত আসামী বিমল মালাকারকে বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অপর পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা ও তদন্ত অব্যাহত আছে। বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মোগলাবাজার থান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *