অনলাইন ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত দুই হাজার ৭৭০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ বিস্ফোরণে নিহত হননি বলে জানিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন।
বৈরুতে বিস্ফোরণস্থলের নিকটেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। তবে বিস্ফোরণে এর ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আবদুল্লাহ আল মামুন জানান, আহতের সংখ্যা অনন্ত ১০ জন। এদের মধ্যে দুইজন গুরুতর জখম হয়েছেন, বাকিরা কানে ও মাথায় ব্যথা পেয়েছেন।
দূতাবাসের হেড অফ চ্যান্সারি আরও জানান, খবর পেয়েই রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।
এদিকে বৈরুতের ঘটনায় লেবাননে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারিভাবে তিন দিন শোক পালন করা হবে।
প্রতিনিধি