Home » কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নাজমা রহমানকে জননেতা শফিক চৌধুরীর অভিনন্দন

কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নাজমা রহমানকে জননেতা শফিক চৌধুরীর অভিনন্দন

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় লেবার পার্টি নেত্রী সিলেটের কৃতিসন্তান নাজমা রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।  এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নাজমা রহমান দীর্ঘদিন থেকে লেবার পার্টির রাজনীতির মাধ্যমে সেখানকার বাঙালি কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এখন নাজমার মাধ্যমে বাঙালিরা আরও বেশি সেবা পাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১ হাজার ৩৯০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাজমা রহমান দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তার সাথে একই এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একই দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত শিবা তিওয়ারি ও ইরানী বংশোদ্ভূত পিটার তাহিরি। নির্বাচিত তিনজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমা রহমান।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *