অনলাইন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে হইচই, চুলচেরা বিশ্লেষণ আর কাদা ছোড়াছুড়ি চাপা পড়ে গেছে সুশান্তের সর্বশেষ ছবি মুক্তির উত্তেজনায়। সুশান্তের মৃত্যুর পর তাঁর প্রথম ও দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে সুশান্তের আত্মহত্যার পর সব মান-অভিমান ভুলে ছুটে এসেছেন। সুশান্তের শেষকৃত্যের প্রার্থনায় অংশ নিয়েছেন। সুশান্তের গ্রামের বাড়ি পাটনায় গিয়ে সুশান্তের বাবার সঙ্গে আলাপও করেছেন। সুশান্তের বাবা নাকি তাঁর ছেলের প্রেমিকা হিসেবে কেবল অঙ্কিতাকেই চিনতেন।
সুশান্তের সর্বশেষ ছবি মুক্তির আগের দিন অঙ্কিতা লোখান্ডে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আশা, প্রার্থনা আর শক্তি। তুমি যেখানেই থাকো, হাসতে থাকো।’ এর আগে অঙ্কিতা সুশান্তকে ‘সৃষ্টিকর্তার সন্তান’ বলে সম্বোধন করেও একটা পোস্ট করেছেন। আর ‘দিল বেচারা’ ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘পবিত্র রিশতা থেকে দিল বেচারা। শেষবারের মতো আরেকবার।’ এসব ছবির নিচে অনেকেই হাজারো মন্তব্য করে অঙ্কিতা লোখান্ডেকে শক্ত থাকতে বলেছেন। আর বলেছেন, ‘আসুন, আমরা শেষবারের মতো সুশান্ত সিং রাজপুতকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উজাড় করে ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। ছবিটা উদ্যাপন করি।’
অন্যদিকে রিয়া চক্রবর্তী ইতিমধ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে দেরিতে হলেও সিবিআই তদন্ত চেয়েছেন। সেখানে তিনি নিজেকে সুশান্তের প্রেমিকা বলে পরিচয় দিয়েছেন। তাঁকে সুশান্তের আত্মহত্যার জন্য দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ধর্ষণ ও হত্যার হুমকি প্রকাশ্যে এনে নিরাপত্তা চেয়েছেন। এর মাঝে সুশান্তর মৃত্যুর এক মাস পূর্তির দিনে তাঁকে নিয়ে ভালোবাসায় মোড়া স্ট্যাটাস দিতে ভোলেননি। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তির আগের দিন এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তোমাকে আমার ভেতরের সমস্ত শক্তি দিয়ে আরেকটাবার দেখব। আমি জানি, তুমি আমার সঙ্গেই আছো। আমি জীবনভর তোমাকে আর তোমার ভালোবাসা উদ্যাপন করে যাব। তুমি আমার জীবনের হিরো। আমি জানি, আমরা যখন সবাই মিলে ছবিটা দেখব, তুমিও আমাদের সঙ্গে বসেই ছবিটা দেখবে।’
২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ও সানজানা সাংঘি ও পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি ‘দিল বেচারা’।
প্রতিনিধি