Home » সিলেট শাহজালাল মাজারের কবরস্থানে যুবকের আত্মহত্যা

সিলেট শাহজালাল মাজারের কবরস্থানে যুবকের আত্মহত্যা

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের পার্শ্বস্থ কবরস্থানের জানাজার ঘরের গ্রিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রাসেল আহমদ (২৮) নামের এক যুবক। তিনি ঢাকার ডেমরা এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহাজালাল মাজার পুলিশ কেন্দ্রের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আক্তারুজ্জামান পাঠান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাসেল আহমদ নামের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পকেটে থাকা মোবাইল নিয়ে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
তার পরিবারের সদস্যরা সিলেটে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

আক্তারুজ্জামান পাঠান আরো বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, রাসেল একজন মানসিক রোগী। কাউকে না বলে তিনি সিলেটে এসেছেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখতেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *