Home » রাজধানীতে র‌্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘গোলাগুলি’, নিহত ২

রাজধানীতে র‌্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘গোলাগুলি’, নিহত ২

অনলাইন সংস্করণ: রাজধানীতে র‍্যাবের সঙ্গে একদল মাদককারবারির ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এতে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর অধিনায়ক শাফি বুলবুল যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিয়াবাড়ী এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাবের গোলাগুলির সময় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানান, নিহতরা বড় ধরনের মাদককারবারি। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতেন। তারা ৫০ জন ডিলারকে তত্ত্বাবধান করতেন। তাদের নামে মামলাও রয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কয়েকটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ২ জন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *