সিলেট এমসি কলেজের মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর দাবিতে নগরীর টিলাগড়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় যানবাহন চলাচল করতে না পেরে দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরীর আশ্বাসে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অবরোধ তুললেও তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
এসময় তারা বলেন, ২৪ ঘণ্টর মধ্যে এমসি কলেজের মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর ঘোষণা না দিলে আগামীকাল দুপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার সিলেট নগরীতে কোরবানির পশুর অস্থায়ী হাটের জন্য তিনটি উন্মুক্ত স্থান ইজারা দেয়ার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এই তিনটি স্থানের মধ্যে দু’টি (সিলেট সরকারি আলিয়া মাদরাসা ও এমসি কলেজ) শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ।
বিষয়টি জানার পর থেকেই আলিয়ার মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়, শুরু হয় আন্দোলন। আন্দোলনের মুখে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইজারা দেওয়া থেকে সরে আসে সিটি করপোরেশন।
পরবর্তীতে এমসি কলেজ মাঠের ইজারা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জুলাই) টিলাগড়ে এমসি কলেজের গেটের সামনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। এসময় তীব্র যানজটের সৃষ্টি হলে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং এ বিষয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
তবে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার ভেতরে এমসি কলেজের মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর ঘোষণা না দিলে আগামীকাল দুপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
এর আগে গত রোববার (১৯ জুলাই) এমসি কলেজ মাঠ থেকে পশুর হাট সরানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক, সিলেট সিটি করপোরেশন মেয়র ও এমসি কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ২০ নং ওয়ার্ডের বাসিন্দারা।
প্রতিনিধি